১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আর্ন্তজাতিক >> তথ্যপ্রযুক্তি
  • হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শেয়ার করা যাবে ফোনের স্ক্রিন
  • হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শেয়ার করা যাবে ফোনের স্ক্রিন

    মুক্তি কন্ঠ

     

    হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার। মেটা সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, এবার হোয়াটস অ্যাপে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করা যাবে।

    চ্যানেল আই’র সর্বশেষ খবর ও বিনোদন গুগল নিউজ চ্যানেলে
    ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। কোম্পানির স্টেটমেন্ট অনুসারে, শেয়ার অপশনে ক্লিক করে এই সুবিধাটা পাওয়া যাবে। ব্যবহারকারী পুরো স্ক্রিন শেয়ার করতে চাইছেন নাকি একটি স্পেসিফিক অ্যাপ শেয়ার করতে চাইছেন সেটাও নির্দিষ্ট করা যাবে।

    কীভাবে স্ক্রিন শেয়ার করবেন?

    হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় শেয়ার আইকনে গিয়ে আইকনটি ট্যাপ করলে স্ক্রিন শেয়ারের অনুমতি চেয়ে একটি অপশন আসবে। এরপর ব্যবহারকারীরা পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট অ্যাপকে সিলেক্ট করতে পারবে। সেই সাথে এখন থেকে ল্যান্ডস্কেপ মোডেও ভিডিও কল করা যাবে। এতে ব্যবহারকারীরা ভিডিও কলটি বেশি জায়গা নিয়ে উপভোগ করতে পারবেন।

    কোম্পানির দাবি, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কাজের ডকুমেন্ট, অ্যালবাম ইত্যাদি শেয়ার করতে পারবেন। যেমন- কেউ বন্ধুর সাথে বেড়াতে যেতে চাইলে, আগেই সেই জায়গার ছবি ভিডিও কল করার সময়ই শেয়ার করতে পারবেন। এই স্ক্রিন শেয়ার সুবিধা আগে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য বরাদ্দ ছিল, এখন সেটা সর্বজনীন।