১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> আর্ন্তজাতিক >> তথ্যপ্রযুক্তি
  • কানাডায় সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা
  • কানাডায় সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা

    মুক্তি কন্ঠ

    কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সব ধরনের সংবাদের প্রচার বন্ধ রেখেছে মেটা। কানাডীয় সরকার মেটার এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে।

    নিউজ কনটেন্ট প্রচারের বিপরীতে মেটা ও গুগলকে অর্থ দিতে বাধ্য করতে সম্প্রতি পাস করা হয় ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইন। এই আইনের প্রয়োগ ঘটলে প্রকাশকরা অর্থ পাবেন।

    তবে এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে মেটা। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউজের প্রচার বন্ধ রেখেছে তারা। শুধু প্রকাশকদের অ্যাকাউন্টের লিংক নয়, সাধারণ ব্যবহারকারীরাও সংবাদের কোনো লিংক শেয়ার করতে চাইলে সেটাও ব্লক করছে মেটা। লিংক প্রকাশ না করার ব্যাপারটিকে ‘ব্যাবসায়িক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছে মেটা।

    তাদের যুক্তি ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইনটি মেনে চলার জন্যই নিউজ ব্লক করা হচ্ছে। তাদের বক্তব্য, মেটা নিউজ শেয়ার করলে নিউজ পাবলিশাররা বরং উপকৃতই হয়। ব্যবহারকারীরা খবর পড়ার জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢোকে না।

    সূত্র : দ্য ভার্জ