১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি
  • ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

    মুক্তি কন্ঠ

    মুক্তিকন্ঠ ডেস্ক :

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে, উল্লেখযোগ্য কোনো সহিংসতা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোটগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, আমরা নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোনো নাশকতার খবর পাইনি। কিছু কিছু জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর সংখ্যা ১৮।

    এর আগে দেশের ১৫৬ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

    দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৮২৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন।

    সূত্র : কালবেলা