২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ধর্ম >> মতামত >> লাইফস্টাইল
  • সবাই নিজ ধর্মকে সম্মান করো: শামীম ওসমান
  • সবাই নিজ ধর্মকে সম্মান করো: শামীম ওসমান

    মুক্তি কন্ঠ

    সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃস্টান যারা তাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা ধর্মটাকে সম্মান করো। ধর্মটাকে নিয়া লেখাপড়া করো। পৃথিবীতে একটাই সত্য আমাদের সবাইকে একদিন না একদিন যেতে হবে।

     

    শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘যে সন্তানের ওপর বাবা-মায়ের দোয়া থাকে, সে কোনোদিন কোন কিছুতে আটকায় না। আমি তোমাদের একটা কথাই বলব, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হয়ে দেশের জন্য একটা হলেও ভালো কাজ করো।’

    শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য ও তোমাদের (শিক্ষার্থীদের) ভবিষ্যত গড়ে তোলার জন্য মৃত্যুকে উপেক্ষা করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তোমারা তার (শেখ হাসিনার) জন্য দোয়া করো।’

    সুত্র: জনকন্ঠ