১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলা >> মতামত
  • মেসির হাতেই উঠছে ‘দ্য বেস্ট’ পুরস্কার?
  • মেসির হাতেই উঠছে ‘দ্য বেস্ট’ পুরস্কার?

    মুক্তি কন্ঠ

     

    আবারও মুখোমুখি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এবারের মঞ্চটা বিশ্বকাপ ফাইনাল নয়, প্যারিসে দ্য বেস্টের লড়াই। এই দুজনের সঙ্গে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন করিম বেনজিমাও। বিশ্বের সব দেশের জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক আর ভক্তদের ভোটের ভিত্তিতে আজ ঘোষণা হবে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার, দ্য বেস্ট।

     

     

    আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রখ্যাত আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সিস অ্যাগুইলার জানিয়েছেন, ‘এবার দ্য বেস্ট জিতেছেন মেসি। প্রায় ৯৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অথচ তাঁকে ব্যালন ডি’অরে মনোনয়নই দেওয়া হয়নি!’ বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।

     

    ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হবে এই পুরস্কার। এই সময়ে লিওনেল মেসির সেরা অর্জন বিশ্বকাপ। জাদুকরী ফুটবল, ৭ গোল আর সামনে থেকে দেওয়া নেতৃত্বে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। এ জন্য ডাচ কিংবদন্তি রুদ গুলিত এগিয়ে রাখলেন মেসিকে, ‘মেসি বিশ্বকাপ জেতায় দ্য বেস্টের হট ফেভারিট। এটাই বাস্তবতা। এমবাপ্পের জন্য আমার শ্রদ্ধা আছে। ওর মান মেসির মতো। বিশ্বকাপ ফাইনালে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে যা করেছে, এক কথায় অবিশ্বাস্য।’

     

    তথ্য সুত্র: কালের কন্ঠ