১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলা
  • ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া
  • ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া

    মুক্তি কন্ঠ
    ছবি : এএফপি

     

    উইকেট নিয়ে ব্যাপক বিতর্কের মাঝে তিন দিনেরও কম সময়ে শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। ভারতের ২২৩ রানের লিডের জবাবে মাত্র ৯১ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার! তাদের সিরিজ শুরু হলো ইনিংস এবং ১৩২ রানের বিশাল পরাজয় দিয়ে। আজ শনিবার দুই সেশনেই শেষ হয়ে গেছে খেলা।

    নাগপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৯ রান করেন মানার্স লাবুশানে। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। ৪৭ রানে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা, অশ্বিন নেন ৩টি। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৪০০ রানে অল-আউট হয়। তাদের লিড হয় ২২৩ রানের। ২১২ বলে ১৫ চার ২ ছক্কায় ১২০ রানের দারুণ ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা। যেটা অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি।

    এছাড়া অক্ষর প্যাটেল করেন ৮৪ আর রবীন্দ্র জাদেজা করেন ৭০ রান।  ৪৭ ওভার বল করে ১২৪ রানে ৭ উইকেট নেন অজি অফস্পিনার টড মারফি। আজ তৃতীয় দিন ভারত অল-আউট হলে দ্বিতীয় ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। তবে তারা খেলতে পেরেছে মাত্র ৩২.৩ ওভার। সর্বোচ্চ ২৫* রানে অপরাজিত স্টিভেন স্মিথ। ৭ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি! ৩৭ রানে  ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে নেন মোহাম্মদ শামি আর রবীন্দ্র জাদেজা। মাত্র ৯১ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

    সুত্র: কালের কন্ঠ