২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আইন আদালত >> সারাদেশ
  • বাগেরহাটের খান আশরাফসহ সাতজনের মৃত্যুদণ্ড
  • বাগেরহাটের খান আশরাফসহ সাতজনের মৃত্যুদণ্ড

    মুক্তি কন্ঠ

    মুক্তিকন্ঠ ডেস্ক :

    মানবতাবিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের খান আশরাফ আলীসহ সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।

    আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এই মামলার রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে বিচারালয়ে উপস্থিত ছিলেন খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯)। অন্যদিকে পলাতক রয়েছেন- খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)।

    মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত, তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

    আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলাটির রায় দেওয়া হয়।

    তথ্য সূত্র : দৈনিক ইত্তেফাক