১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অপরাধ >> আইন আদালত
  • নাইকো মামলা: খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট
  • নাইকো মামলা: খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট

    মুক্তি কন্ঠ

     

     

    নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা ও বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি ১৪ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার প্রথম দিনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।

    এদিন খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল মামলার এজাহার উপস্থাপন করে বলেন, এই মামলার জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকার কারণে কোর্টে আসেননি। তিনি শুনানি করবেন, এজন্য সময় প্রার্থনা করেন কায়সার কামাল।

    এর আগে শুনানির এক পর্যায়ে হাইকোর্ট দুদকের আইনজীবীর কাছে জানতে চান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল হওয়ার পর কেন আপিল করেনি দুদক। এ সময় দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুটা মামলা ভিন্ন। এছাড়াও ১৬৪ ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ব্যবসায়ী সেলিম ভুঁইয়া। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া যায়নি। এরপর আদালত ১৪ আগস্ট শুনানি শেষ করার জন্য শেষবারের মতো সময় নির্ধারণ করেন।

    গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালত। এরপর অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ১৭ মে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে এ রিট মামলা করেন আইনজীবী কায়সার কামাল।

    তথ্য সুত্র: সমকাল