২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিনোদন >> মতামত >> শিল্প ও সাহিত্য
  • দুই বাংলায় ভাইরাল ‘উদাস দুপুর বেলা সখী’ গানটির গীতিকার ও সুরকার জাকির হোসেন রাজু
  • দুই বাংলায় ভাইরাল ‘উদাস দুপুর বেলা সখী’ গানটির গীতিকার ও সুরকার জাকির হোসেন রাজু

    আল-আমিন মাসুম

     

     

    ‘উদাস দুপুর বেলা সখি’
    বর্তমান সময়ের জনপ্রিয় একটা গান। গানটি দেশের গন্ডি পেরিয়ে এখন পশ্চিম বাংলাতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

     

    গানটির গীতিকার ও সুরকার মো: জাকির হোসেন রাজু বলেন
    বর্তমান সময়ে আমার লেখা কিছু গানের মধ্যে একটা গান ভাইরাল হয়েছে, যা ইউটিউব, ফেসবুক, টিকটিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ গ্রামের মানুষ শুনছে।

    গানের শিরোনাম ‘উদাস দুপুর বেলা সখি’এই গানটি প্রথম গেয়েছিল বিজয় আলী কাজল, ইউটিউব চ্যানেলের নাম
    Mon bauler kotha তারপর কভার করে prano nath folk music, এর ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সারাদেশে ভাইরাল হয় সাহেদ,জুনায়েদ এবং স্বপন খানের মাধ্যমে। গানটি prano nath folk music, ফেইসবুক পেজে থেকে ১০ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে ,শেয়ার হয়েছে ৬০ হাজারের অধিক ,লাইক পড়েছে ৫ লাখের অধিক এবং ১৪ হাজারের অধিক কমেন্টস পড়েছে। 

     

    আমি আপনাদের মাঝে নিত্বনতুন লেখনীর মাধ্যমে প্রকাশিত হতে চাই। ভুলত্রুটি মার্জনীয়, আশা করি সকলেই পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, যাতে রুচিসম্মত কিছু লেখনী আপনাদের উপহার দিতে পারি।

     

    উল্লেখ্য,জাকির হোসেন রাজুর বেড়ে ওঠা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে মধ্যবিত্ত এক পরিবারে। তিনি তিতুমীর সরকারি কলেজ থেকে সম্মানসূচক বি এ ডিগ্রী লাভ করেন। বর্তমানে ব্র‍্যাক ইউনিভার্সিটিতে সি এস ই ডিপার্টমেন্টে কর্মরত। কাজের পাশাপাশি অবসর সময়ে লেখালেখি করতে ভালোবাসেন।
    প্রকাশিত কবিতার বইঃ
    ১.মনের ক্যানভাসে
    ২. বসন্তের শেষে
    মঞ্চ নাটকঃ
    সুদখোর খন্দকার,
    রক্তাক্ত ইতিহাস,
    বিড়ি মাদকের সিড়ি ইত্যাদি।
    এ ছাড়া রয়েছে প্রকাশিত অসংখ্য গান ও কবিতা।
    লেখনীর মাধ্যমে সম-সাময়িক সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করে থাকেন।