২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আর্ন্তজাতিক >> তথ্যপ্রযুক্তি >> ফিচার >> লাইফস্টাইল
  • চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে জায়ান্ট অ্যাপল
  • চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে জায়ান্ট অ্যাপল

    মুক্তি কন্ঠ

     

    অ্যাপল জিপিটি নামে একটি নতুন এআই চ্যাটবট নিয়ে কাজ করছে টেক জায়ান্ট অ্যাপল। এই চ্যাটবটটিকে বলা হচ্ছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী।

    প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এটি অ্যাজাক্স নামের একটি বৃহৎ ভাষার মডেল ব্যবহার করে তৈরি করা হচ্ছে। অ্যাপল কর্মীদের মতে, আগামী বছরের মধ্যেই সবার জন্য করা হতে পারে এটি।

    সাম্প্রতিক বছরগুলোতে এআই চ্যাটবটগুলোর জনপ্রিয়তা বাড়ছেই। গুগল, মেটাসহ বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠান নিয়ে এসেছে নিজেদের এআই চ্যাটবট। বলা যায়, চ্যাটবটের এই প্রতিযোগীতার শুরু করে করেছে ওপেনএআই।

    এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে এর জনপ্রিয়তা কমেছে চ্যাটজিপিটির। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডেটা ইন্টারনেট অ্যানালিটিক্স ফার্ম সিমিলারওয়েব জানিয়েছে, গত জুন মাসে বিশ্বব্যাপী চ্যাটজিপিটিতে মোবাইল এবং ডেস্কটপ ট্রাফিক ৯ দশমিক ৭ শতাংশ কমেছে। এই প্রথম চ্যাটজিপিটি ব্যবহারকারী কমেছে।

    তথ্য বলছে, চ্যাটজিপিটির জনপ্রিয়তা কমে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাইক্রোসফ্ট বিং, গুগল বার্ড এবং ক্যারেক্টার ডট এআই-এর ওয়েবসাইটেও ট্র্যাফিক সাম্প্রতিক মাসগুলোতে হ্রাস পেয়েছে।

    চ্যাটজিপিটির জনপ্রিয়তা কমে যাওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। একটি সম্ভাব্য কারণ হলো, স্কুলের শিক্ষাবর্ষে শেষ দিকে। আর বেশিরভাগ কলেজ শিক্ষার্থীরা গ্রীষ্মের ছুটিতে রয়েছে, ফলে তারা তাদের অ্যাসাইনমেন্টের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করছে না।