৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আর্ন্তজাতিক
  • গাজা-ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের ১৭১ কর্মী নিহত
  • গাজা-ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের ১৭১ কর্মী নিহত

    মুক্তি কন্ঠ

    মুক্তিকন্ঠ আন্তর্জাতিক ডেস্ক :

    গাজায় ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত জাতিসংঘ শরণার্থী সংস্থার ১৭১ জন কর্মী নিহত হয়েছেন।

    সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- গত বছরের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি যুদ্ধের সময় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) ১৭১ জন কর্মী নিহত হয়েছেন।

    এ সময় ইসরায়েলি বাহিনী গাজায় থাকা একাধিক ইউএনআরডব্লিউএর সেবা দেওয়া স্থানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে।

    সর্বশেষ গত ১৪ মার্চ গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে একটি খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যেখানে আটজন প্রাণ হারায়।

    সে সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট হামলা’ চালিয়ে হামাস কমান্ডারকে হত্যা করেছে। ইসরাইল নিহত ওই ব্যক্তিকে মোহাম্মদ আবু হাসনা হিসাবে শনাক্ত করেছে।

    ইসরাইলের অভিযোগ, তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখার ‘কমব্যাট সাপোর্ট অপারেটিভ’ ছিলেন।

    এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া নিহত পাঁচজনের নামের তালিকায় এ নামের একজন ব্যক্তিও রয়েছেন।

    রাফাহ শহরে বর্তমানে আনুমানিক ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন এবং বিপুলসংখ্যক এসব মানুষ ইসরাইলের আক্রমণ থেকে বাঁচতে গাজার অন্যান্য স্থান থেকে রাফাতে এসে আশ্রয় নিয়েছেন।

    প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় ৩২ জান ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৭৫ হাজার ৯২ জন।

    সূত্র : কালবেলা