২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ধর্ম
  • আগামীকাল শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব, তুরাগতীরে মুসল্লিদের ভিড়
  • আগামীকাল শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব, তুরাগতীরে মুসল্লিদের ভিড়

    মুক্তি কন্ঠ

    আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

    এরই মধ্যে সারা দেশর বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে। অবস্থান নিয়েছেন ইজতেমা ময়দানের নির্ধারিত স্থানের খিত্তায় ।

    মুসল্লিদের নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন ।আইনশৃঙ্খলা রক্ষায় এবারেও মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব, আনসার সমন্বয়ে গঠিত কয়েক সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব অর্থাৎ (সাদ অনুসারী) বিশ্ব ইজতেমার এই পর্বের আয়োজন।

     

    উল্লেখ্য, গতবারের ন্যয় এবারও ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্বে  বা মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেছেন ১৩ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারি। চার দিন বিরতির পর আবার শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব বা মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা।