শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে আজ ১২ আগস্ট শনিবার বিকাল ৩টায় ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয় সরকার। আরোও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য আল মামুন, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমাণ্ডার আবুল কাশেম, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদুল ইসলাম জীবন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মাহমুদ হাসান সুজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ফুলছড়ি উপজেলা শাখার আহবায়ক মেহেদী হাসান বাবু, সদস্য-সচিব আব্দুর রহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে ফুলছড়ি উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে ফুলছড়ি উপজেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ।