জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। এজন্য জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে।
তিনদিনের সফরে লালমনিরহাটে এসে শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় লালমনিরহাট সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন জি এম কাদের। এসময় তিনি সাংবাদিকদের একথা বলেন।
সভায় সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সুত্র: জাগো নিউজ