সাজাপ্রাপ্ত সকল যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধসহ যুদ্ধাপরাধী সংগঠন জামাতকে নিষিদ্ধের দাবিতে ১৮ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করেছে অপরাজেয় বাংলা। সংগঠনের সদস্য-সচিব এইচ রহমান মিলুর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আহবায়ক অহিদুল ইসলাম তুষার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সহ-সভাপতি শেখ সুজনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবাদী অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, “সাজাপ্রাপ্ত সকল যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধসহ যুদ্ধাপরাধী সংগঠন জামাতকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। কুখ্যাত রাজাকার সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবির আবার আগুন সন্ত্রাস ও নাশকতা শুরু করেছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ধর্মের নামে অপরাজনীতি রুখে দিতে হবে। সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় খুব শীঘ্রই মুক্তিযুদ্ধের স্বপক্ষের তরুণ প্রজন্ম রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”