মুক্তিকন্ঠ ডেস্ক :
এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর মার্চে রোজা ও ঈদ আছে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের মধ্যে নির্বাচন শেষ হবে।
কত আসনে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সবগুলো উপজেলা পরিষদে নির্বাচন সম্ভব হবে না। প্রায় চার শতাধিক পরিষদে নির্বাচন হবে।
কত ধাপে নির্বাচন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন তিন ধাপেও হতে পারে, চার ধাপেও হতে পারে অথবা পাল্টাতেও পারে।
উপজেলা নির্বাচনের তপশিল কবে জানতে চাইলে তিনি বলেন, তপশিল রোজার ঈদের আগে হতে পারে। নমিনেশন পেপার সাবমিট উইড্র রোজার শেষের দিকে হবে। নির্বাচনী প্রচারণাও ঈদের পরে হবে।
ভোট কীভাবে গ্রহণ করা হবে এমন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন ব্যালটে হতে পারে আবার ইভিএমেও হতে পারে। এই ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ইভিএম মেশিন ব্যবহারযোগ্য কি না সেই হিসেব আমরা এখনো পাইনি। ওই হিসেব পেলে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।
তথ্য সূত্র : কালবেলা